প্রান্তজন রিপোর্ট: নাটোর
পৌরসভাকে একটি
আধুনিক শহরে
পরিণত করতে
চান বলে
মন্তব্য করেছেন
মেয়র উমা
চৌধুরী জলি।
সকলের সহযোগীতায়
শহরকে সুন্দর
ও পরিচ্ছন্ন
রাখার পরিকল্পনার
কথাও জানান
তিনি। বুধবার
শহরের ছায়াবানী
সিনেমা হল
থেকে পিটিআই
মোড় পর্যন্ত
সড়কের পিচ
কার্পেটিং কাজ পরিদর্শন শেষে সাংবাদিকের
কাছে এই
কথাগুলো বলেন
তিনি।
পরে তার কার্যালয়ে
দেওয়া এক
সাক্ষাতকারে মেয়র উমা চৌধুরী জলি
জানান, বিগত
মেয়রের সময়ে
দুর্নীতির কারনে নাটোর পৌরসভার উন্নয়নে
কোন প্রকল্পের
আওতায় ছিলনা।
বিষয়টি সম্পর্কে
অবহিত থাকার
পরও স্থানীয়
সরকার ও
পল্ল¬ী
উন্নয়ন মন্ত্রনালয়ের
সচিব আব্দুল
মালেকের কারনে
কয়েকটি প্রকল্প
হাতে নেওয়া
হয়েছে।
নাটোরের প্রতি সচিব মালেকের
সুনজর থাকায় দেশী ও বিদেশী
দাতা সংস্থার
অর্থায়নে পৌরসভার
কয়েকটি প্রকল্প
হাতে নেওয়া
হয়েছে। প্রকল্পগুলির
মধ্যে রয়েছে
বিভিন্ন সড়ক
উন্নয়ন, ৫
কিলোমিটার নতুন ড্রেন নির্মাণ, নীচাবাজারের
মাছবাজার ও
আমিনুল হক
গেদু মার্কেট
পুননির্মাণ প্রকল্প। এই দু’টি
ভবন ৫
তালা করা
হবে। এছাড়া শিশু পার্ক ,নারদ
নদের পুরাতন
লিয়াকত ব্রিজ
ও কান্দিভিটা
বাঁেশর সাকো
এলাকায় নতুন
ব্রিজ নির্মাণ
ও হকার্স
মার্কেট এলাকায়
নতুন করে
৮ তালা
বিশিষ্ট বহুতল
ভবনের সুপার
মার্কেট নির্মাণ।
সচিব আব্দুল
মালেকের মাধ্যমে
এসব প্রকল্পের
জন্য অর্থ
প্রাপ্তির ব্যবস্থা হচ্ছে। অর্থের যোগান
পাওয়ার সঙ্গে
সঙ্গে এসব
প্রকল্পের টেন্ডার সহ কাজ শুরু
করা হবে।
ইতিমধ্যে এলজিইডির
মাধ্যমে শহরের
ছায়াবানী সিনেমা
হল থেকে
পিটিআই মোড়
পর্যন্ত সড়কের
পিচ কার্পেটিং
কাজ শুরু
হয়েছে। এর
আগে নিচাবাজার
থেকে নিমতলা
মোড় হয়ে
রসুলের মোড়
পর্যন্ত সড়কের
কাজ করা
হয়েছে। অচিরেই
অন্যান্য প্রকল্পের
কাজ শুরু
করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন
২ নং
ওয়ার্ড কাউন্সিলর
ফরহাদ হোসেন,
৪,৫
ও ৬
নং সংরক্ষিত
মহিলা ওয়ার্ড
কাউন্সিলর কোহিনুর বেগম পান্না, ৭,৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা
ওয়ার্ড কাউন্সিলর
রীনা বেগম
রেবা, উপসহকারী
প্রকৌশলী মোস্তফা
কামাল, মেয়রের
একান্ত সহকারী
মৌমিতা ভট্টাচার্য
প্রমুখ।
মেয়র এর আগে
ছায়াবানী সিনেমা
হল থেকে
পিটিআই মোড়
পর্যন্ত সড়কের
পিচ কার্পেটিং
কাজ পরিদর্শণ
করেন। এসময়
৬ নং
ওয়ার্ড কাউন্সিলর
আরিফুর রহমান
মাসুম মেয়রের
সাথে ছিলেন।
পৌরসভার উপ সহকারী
মোস্তফা কামাল
জানান, এলজিইডির
মাধ্যমে ও
অর্থায়নে ছায়াবানী
মোড় থেকে পিটিআই
মোড় পর্যন্ত
এক কিলোমিটার
সড়কের ব্যয়
বরাদ্দ রয়েছে
৫৮ লাখ
টাকা ।
ঠিকাদারী প্রতিষ্ঠান
মেসার্স পিংকি
কন্সট্রাকশন কাজটি বাস্তবায়ন করছে। তিনি
আর বলেন, নতুন প্রকল্পের জন্য
শত কোটি
টাকার প্রয়োজন
রয়েছে। স্থানীয়
সরকার ও
পল্ল¬ী
উন্নয়ন মন্ত্রনালয়ের
সচিব আব্দুল
মালেকের চেষ্টায়
বা মাধ্যমে
দেশী বিদেশী
সংস্থার কাছে
থেকে কিছু
অর্থ প্রাপ্তির
সম্মতি পাওয়া
গেছে।

Post a Comment