গুরুদাসপুর প্রতিনিধি: ৫০
পুরিয়া হেরোইনসহ
মো. আব্দুল
করিম নামের
এক মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত
মঙ্গলবার দিবাগত
রাত ১১
টার দিকে
উপজেলার মাহারাজপুর
মধ্যমপাড়ার নিজ বাড়ি থেকে তাকে
গ্রেফতার করা
হয়। এঘটনায়
মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরে
গতকাল বুধবার
দুপুরে তাকে
জেল হাজতে
পাঠানো হয়।
গুরুদাসপুর থানার এ
এস আই
ইব্রাহিম গোপন
সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে
ওই মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত
আব্দুল করিম ওই গ্রামের অছির
উদ্দিনের ছেলে।
সে দীর্ঘদিন
ধরে মাদক
ব্যবসা করছে।
সম্প্রতি একটি
মাদক মামলা
হাজতবাস করে
এসে আবার
ব্যবসায় শুরু
করেছে।

Post a Comment