Halloween Costume ideas 2015

নাটোরে শম্পা হত্যার বিচার দাবীতে মানববন্ধন



মোঃ কামাল হোসেন: নাটোরের বনবেলঘরিয়া শহীদ রেজাউন-নবী উচ্চ বিদ্যালয়, বনলেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বনবেলঘরিয়া এলাকাবাসীর যৌথ উদ্যাগে গতকাল ১৯ নভেম্বর শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মেইন রোড অবরোধ করে বনবেলঘরিয়া শহীদ রেজাউন নবী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণেীর ছাত্রী শম্পা আক্তার অপহরণ, ধর্ষণ হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন সমাবেশ কর্মসূচী পালিত হয়। উক্ত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন শহীদ রেজাউন-নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আব্বাসী রোজিনা ফেরদৌসী। এসময় উপস্থিত ছিলেন শহীদ রেজাউন নবী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, বিদ্যলয়ের শিক্ষক আজিজুল ইসলাম, আঃ লতিফ, শফিউল করিম, আইয়ুব আলী, রফিকুল ইসলাম, তাসমীন জাহান তানু, কৃষ্ণা রানী তরফদার, খায়রুন নাহার সহ শহীদ রেজাউন নবী উচ্চ বিদ্যালয়   বনবেলঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ছাত্র-ছাত্রী। এছাড়া এলাকাবাসীর পক্ষে স্থানীয় মেম্বার আজিজুল হক ভোলা, শাহাবুদ্দিন সাবু, আলতাফ হোসেন, গ্রাম পুলিশ সদস্য রমজান আলী সহ নিহত শম্পার মা নাসিমা, বাবা শহিদুল উপস্থিত ছিলেন।  এসময় উক্ত মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন নাটোর জেলা আওয়ামী লীগের শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক আকরামুল হাসান আক্কু, নাটোর সদর থানা আওয়ামী লীগ প্রচার সম্পাদক হাজী আঃ কাদের নং তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সবুজ প্রমুখ। উক্ত মানববন্ধন সমাবেশে সভাপতির বক্তব্যে শহীদ রেজাউন-নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আব্বাসী রোজিনা ফেরদৌসী বলেন, আমার বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শম্পা আক্তারের হত্যাকারী আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। নাটোর সদর থানা আওয়ামী লীগ প্রচার সম্পাদক হাজী আঃ কাদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন শম্পার খুনিদের বিচার করে দ্রুত ফাঁসি দিন। নং তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সবুজ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রভাবশালী একটি গ্রুপ শম্পা অপহরণ হত্যার বিষয়টি ধামাচাপা দিতে তৎপর রয়েছে এবং ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করে যাচ্ছে।  তিনি বাকী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী করেন। উল্লেখ্য ২৯ মে ২০১৬ তারিখে বনবেলঘরিয়া শহীদ রেজাউন-নবী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণেীর ছাত্রী শম্পাকে বাড়ির সামনে থেকে অপহরণ করে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে এবং লাশ টুকরো টুকরো করে স্থানীয় শহীদের আখ ক্ষেতে পুতে রাখে। হত্যাকান্ডের প্রায় ছয় মাস পর গত নভেম্বর পুলিশ উক্ত আখ ক্ষেত থেকে শম্পার মাথার খুলি সহ কয়েকটি হাড় উদ্ধার করে। এঘটনায় এখন পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget