বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের
বাগাতিপাড়ায় ফাইনাল টুর্নামেন্টের ফুটবল খেলোয়াড়-দর্শক বহনকারী
নসিমন উল্টে
খেলোয়াড়সহ ১৬ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেলে
উপজেলার পেড়াবাড়িয়া
রেলগেট সংলগ্ন
এলাকায় এ
দূর্ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও
আহতদের সূত্রে
জানা যায়,
উপজেলার সোনাপুর
উচ্চ বিদ্যালয়
মাঠে শুক্রবার
মারসেল টিভি
কাপ ফুটবল
টূর্নামেন্টের বাঁশবাড়িয়া ও করিমপুর ফুটবল
একাদশের মধ্যেকার
ফাইনাল খেলা
অনুষ্ঠিত হওয়ার
কথা ছিলো।
এ খেলায়
অংশ নিতে
বাঁশবাড়িয়া ফুটবল একাদশের খেলোয়াড় ও
দর্শকসহ ৪০-৪৫ জন
যাত্রী নিয়ে
একটি নসিমন
বাঁশবাড়িয়া থেকে সোনাপুর যাচ্ছিলো। পথিমধ্যে
মালঞ্চি রেলগেট-সোনাপুর সড়কের
পেড়াবাড়িয়া ইক্ষু ক্রয় কেন্দ্রের নিকটে
রাস্তার বাঁকে
নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়।
এসময় নসিমনে
থাকা খেলোয়াড়
রাজশাহীর বাঘার
আল আমিন
(২২), বাগাতিপাড়ার
বাঁশবাড়িয়া এলাকার দর্শক তোজাম্মেল (৩০),
হাসিবুল (১৬),
ওসামা (১২),
সবুজ (২০),
জয়নাল (৪৫),
শাকিল (১৪),
রায়হান (১৫),
নয়ন (১৮),
আল আমিন-২ (২০),
রবিউল (২৫),
বিজয় (২০),
আবু হাসান
(১৮), গোলাম
মোস্তফা (১৭),
রানা (২২),
ফজলু (৪০)
আহত হয়।
আহতদের বাগাতিপাড়া
স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে
হৃদয়, সবুজ,
ফজলু, আল
আমিন-২,
তোজাম্মেলের এর অবস্থা গুরুতর হওয়ায়
রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে
স্থানান্তর করা হয়। বাঁকীদের মধ্যে
৬ জন
চিকিৎসাধীন রয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক
চিকিৎসা দিয়ে
ছেড়ে দেওয়া
হয়।
বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক আশিকুল ইসলাম চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment