প্রান্তজন রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার
নাসিরনগর ও
হবিগঞ্জের মাধবপুর মন্দিরে হামলা, ভাংচূর
ও হিন্দুদের
বাড়ীঘর লুটপাটকারীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধন
করেছে সনাতন
ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচীর
অংশ হিসেবে
শুক্রবার সকাল
১০টার সময়
নাটোর প্রেসক্লাবের
সামনে বাংলাদেশ
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য
পরিষদ ও
পূজা উদযাপন
পরিষদের ব্যানারে
এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কথা সাহিত্যক
জাকির তালুকদার, এ্যাডভোকেট সুশান্ত ঘোষ, চিত্ত রঞ্জন
সাহা, এ্যাডভোকেট
প্রসাদ তালুকদার
বাচ্চা ও
সুবল কুমার
দাস প্রমুখ।
মানববন্ধনে সম্প্রতি সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের
২০ টিরও
বেশী মন্দিরে
হামলার সাথে
জড়িতদের গ্রেফতার
করে দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী
করেন বক্তারা।

Post a Comment