প্রান্তজন রিপোর্ট: স্থানীয়
সরকার শক্তিশালী
করনে এবং
ইউনিয়ন পরিষদের
সেবা জনগণের
দৌড়গড়ায় পৌছে
দিতে নাটোরের
নলডাঙ্গা উপজেলার
ব্রক্ষপুর ইউনিয়নে স্থানীয় জনসাধারণকে নিয়ে
ওয়ার্ড সভা
অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল
৪টার সময়
উপজেলার ব্রক্ষপুর
ইউনিয়নের ৩নং
ওয়ার্ডের শরকুতিয়া
গ্রামে এই
ওয়ার্ড সভার
আয়োজন করা
হয়।
স্থানীয় ইউপি সদস্য
ইয়াকুব আলী
সরদারের সভাপতিত্বে
অনুষ্ঠিত ওর্য়াড
সভায় প্রধান
অতিথির বক্তৃতা
করেন উপজেলা
নির্বাহী অফিসার
(ইউএনও) শারমিন
আক্তার জাহান।
বিশেষ অতিথির
বক্তৃতা করে
ব্রক্ষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর
রহমান বাবু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি
সচিব দুলাল
উদ্দিন, ইউনিয়ন
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন
রুবেল, শিক্ষক
গোলাম রাব্বানী,
ফারুক হোসেন,
স্থানীয় বাসিন্দা
মকবুল হোসেন,
আশরাফুজ্জামান মিঠু, নরুল ইসলাম, কামাল
হোসেন, জাহাঙ্গীর
হোসেন, সুফিয়া
বেগম, শরিফা
বেগম প্রমুখ।
এসময় পরিষদের
সকল সদস্য
ও মহিলা
সদস্যগণ উপস্থিত
ছিলেন। ওর্য়াড
সভায় স্থানীয়
বাসিন্দারা, ইউপি চেয়ারম্যানের কাছে বিশুদ্ধ
পানির জন্য
টিউবয়েল, গ্রামীন
সড়ক এইচবিবিকরণ,
কমিউনিটি ক্লিনিক
ও মসজিদ
সংস্কার, দুঃস্থদের
জন্য বাড়ি
নির্মাণ ও
বস্ত্রবিতরন, স্যানিটেশনসহ নানা দাবীর কথা
উপস্থাপন করেন।
এসময় চেয়ারম্যান
হাফিজুর রহমান
তা পর্যায়ক্রমে
বাস্তবায়নের আশ্বাস দেন।

Post a Comment