প্রান্তজন রিপোর্ট: শোভাযাত্রা,
কেক কাটা,
আলোচনা সভা
সহ নানা
আয়োজনের মধ্য
দিয়ে নাটোরে
যুবলীগের ৪৪তম
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা
হয়েছে। শুক্রবার
বিকেল তিনটার
সময় শহরের
কানাইখালি এলাকার পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক
আলোচন সভার
আয়োজন করা
হয়। পৌর
যুবলীগের সভাপতি
অ্যাডভোকেট সাইম হোসেন উজ্জলের সভাপতিত্বে
সভায় বক্তব্য
রাখেন নাটোর
সদর আসনের
সংসদ সদস্য
শফিকুল ইসলাম
শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের
সংসদ সদস্য
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা
পরিষদের প্রশাসক
এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পৌর
মেয়র উমা
চৌধুরী জলি,
জেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি ও
জজ কোর্টের
পিপি সিরাজুল
ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক
সামসুল ইসলাম,
যুগ্ম-সম্পাদক
সৈয়দ মর্তুজা
আলী বাবলু,
সাংগঠনিক সম্পাদক
এ্যাডভোকেট এম মালেক শেখ, দপ্তর
সম্পাদক দিলীপ
কুমার দাস,
জেলা যুবলীগের
সভাপতি বাশিরুর
রহমান খান
চৌধুরী (এহিয়া),
সাধারণ সম্পাদক
রহুল আমিন
বিপ্ল¬ব,
সদর উপজেলা
যুবলীগ সভাপতি
আব্দুর রাজ্জাক
ডাবলু, সাধারণ
সম্পাদক জিল্লুর
রহমান আলমগীর
প্রমুখ। এর
আগে সকাল
৯ টায়
শহরের কান্দিভিটাস্থ
দলীয় কার্যালয়ে
জাতীয় ও
দলীয় পতাকা
উত্তোলন, বঙ্গবন্ধুর
ম্যুরালে ফুল
দিয়ে শ্রদ্ধা
নিবেদন ও
কেক কাটা
হয়। পরে
বিকাল ৩
টায় শহরে
একটি শোভাযাত্রা
বের হয়।
নাটোর জেলা
ও পৌর
যুবলীগ যৌথ
উদ্যোগে এসব
অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post a Comment