স্টাফ রিপোর্টার: নাটোরের
লালপুর উপজেলার
নুরুল্লাপুর গ্রামে বুধবার রাতে অভিযান
চালিয়ে ২টি
ম্যাগজিন ও
১টি বিদেশী
পিস্তলসহ শরিফুল
ইসলাম (২৫)
নামের এক
যুবককে আটক
করেছে পুলিশ।
এ সময়
অস্ত্র ব্যবসায়ী
ও একাধিক
মামলার আসামি
তৌহিদ (২৮)
নামের অপর
একজন পালিয়ে
যায়। আটক
শরিফুল ঐ
গ্রামের মৃত
হারান মোল্লার
পুত্র এবং
তৌহিদ আফতার
সরদারের পুত্র।
থানা সূত্রে জানাযায়,
গোপন সংবাদের
ভিত্তিতে বুধবার
রাতে লালপুর
থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তা আবু ওবায়েদের নেতৃত্বে পুলিশের
একটি দল
ঐ গ্রামের
তৌহিদের বাড়িতে
অভিযান চালায়।
এ সময়
১টি বিদেশী
পিস্তল ও
২টি ম্যাগজিন
সহ শরিফুলকে
আটক করা
হয়। এ
সময় পুলিশের
উপস্থিতি টের
পেয়ে অস্ত্র
ব্যবসায়ী তোহিদ
পালিয়ে যায়।
লালপুর থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান,
পলাতক তোহিদ
একাধিক মামলার
আসামি, তাকে
আটকের চেষ্টা
চলছে।

Post a Comment