স্টাফ রিপোর্টার: নাটোরের
লালপুর উপজেলার
পুরাতন ঈশ্বরদী
এলাকার জমশেদ
নগর গ্রামে
১৩ বছরের
কন্যাকে ধর্ষনের
অভিযোগে বুধবার
রাতে ঐ
গ্রামের বেলাল
হোসেন (৫৩)
নামের এক
ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটক
বেলাল ঐ
গ্রামের মৃত
আয়েজ উদ্দিনের
পুত্র এবং
২ সন্তানের
জনক ।
লালপুর থানা সূত্রে
জানা যায়,
বেলাল বিভিন্ন
সময় ফুসলিয়ে
জহুরুল ইসলামের
কন্যা কুয়াশাকে
(১৩) ধর্ষণ
করে আসছিল।
বিষয়টি জানাজানি
হলে মেয়ের
মামা আল
আমিন হোসেন
লালপুর থানায়
বেলালের বিরুদ্ধে
একটি ধর্ষণ
মামলা করলে
তাকে আটক
করে পুলিশ।
লালপুর থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনার
সত্যতা স্বীকার
করে জানান,
বেলালকে বৃহস্পতিবার
আদালতে প্রেরণ
করা হয়েছে।

Post a Comment