বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের
বাগাতিপাড়ায় প্রতারণা পুর্বক চক্ষু ও
মাথা বিশেষজ্ঞ
পরিচয় দিয়ে
গ্রামীণ মানুষকে
চিকিৎসা দেওয়ার
অপরাধে মোস্তফা
কামাল (৪৫)
নামে এক
গ্রাম্য চিকিৎসককে
৫০ হাজার
টাকা জরিমানা অনাদায়ে
তিন মাসের
কারাদন্ড দিয়েছে
ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলার
তমালতলা বাজারে
অভিযান চালিয়ে
উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও)
খন্দকার ফরহাদ
হোসেন এই
দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত মোস্তফা কামাল নাটোর সদর
উপজেলার মির্জাপুর
দিঘা গ্রামের
জামাল উদ্দিনের
ছেলে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও)
খন্দকার ফরহাদ
হোসেন ঘটনার
সত্যতা স্বীকার
করে জানান,
মোস্তফা কামাল
নিজেকে চক্ষু
ও মাথা
বিশেষজ্ঞ হিসাবে
ভুয়া পরিচয়
দিয়ে দীর্ঘদিন
ধরে গ্রামীন
মানুষকে চিকিৎসা
সেবার নামে
প্রতরণা করে
আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে
শনিবার দুপুরে
উপজেলার তমালতলা
বাজারে হাসান
মেডিকেল নামে
একটি ওষুদের
দোকানে তার
চেম্বারে অভিযান
চালানো হয়।
এসময় তার
কাছে ডাক্তারের
স্বপক্ষে প্রয়োজনীয়
কাগজপত্র দেখাতে
বলা হলে
তিনি তা
দেখাতে ব্যর্থ
হন। এক
পর্যায়ে তিনি
দোষ স্বীকার
করলে মেডিকেল
ও ডেন্টাল
কাউন্সিল এবং
ভোক্তা অধিকার
সংরক্ষণ আইনে
তাকে ৫০
হাজার টাকা
জরিমানা অনাদায়ে
তিন মাসের
কারাদন্ড দেওয়া
হয়।

Post a Comment