প্রান্তজন রিপোর্ট: নাটোরের
গুরুদাসপুরের তুলোধুনো বাজারে নাটোর ফায়ার
সার্ভিসের এক ফায়ারম্যান ও তার
ভাগ্নেকে পিটিয়ে
হাত ভেঙ্গে
দিয়ে দেড়
লাখ টাকা
ছিনিয়ে নেয়া
হয়েছে। এ
ঘটনায় গুরুদাসপুর
থানায় ছয়
জনের বিরুদ্ধে
লিখিত অভিযোগ
করা হয়েছে।
আহত ফায়ারম্যান
মোঃ বোরহান
উদ্দিন (২৭)
কে নাটোর
আধুনিক সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বোরহান উদ্দিন
ও প্রত্যক্ষদর্শীরা
জানায়, গুরুদাসপুরের
মৎস্যগ্রাম হিসেবে খ্যাত মহারাজপুর থেকে
নিজের ভাগ্নে
শারাফুল ইসলাম
রাঙ্গার সাথে
মোটর সাইকেলে
শনিবার সকাল
সাড়ে ১০টার
দিকে কর্মস্থলে
ফিরছিলেন ফায়ারম্যান
বোরহান উদ্দিন।
পথে গুরুদাসপুরের
তুলাধুনো বাজারে
ফায়ারম্যান বোরহান উদ্দিনকে জিআই পাইপ
দিয়ে পিটিয়ে
হাত ভেঙ্গে
দেয় এবং
তার ভাগ্নে
শারাফুল ইসলাম
রাঙ্গাকে পিটিয়ে
তার কাছে
থাকা মাছের
খাবার কেনার
দেড় লাখ
টাকা ছিনিয়ে
নেয়। এ
ঘটনায় ফায়ারম্যানের
বড় ভাই
নাসিরুজ্জামান বাদী হয়ে বিকেলে গুরুদাসপুর
থানায় তুলোধুনো
এলাকার আজহার
আলীর ছেলে
আব্দুল কুদ্দুস,
কালু ও
তয়জাল, আব্দুর
রহমানের ছেলে
সিদ্দিক, আবু
তাহেরের ছেলে
বেলাল ও
আজগর আলীর
ছেলে আব্দুস
সালামের বিরুদ্ধে
লিখিত অভিযোগ
দায়ের করেন।
স্থানীয়রা জানায়, সম্প্রতি তুলোধুনো বাজারের
এক মাদক
ব্যবসায়ীকে মহারাজপুর গ্রামের লোকজন ডিবি
পুলিশে ধরিয়ে
দেয়। সে
জামিনে ফিরে
এসে শনিবার
সকাল থেকে
লাঠি সোটা
নিয়ে রাস্তা
অবরোধ করে
মহারাজপুর গ্রামের লোকজনকে মারপিটের জন্য
খুঁজতে থাকে।
ওই সময়
ফায়ারম্যান বোরহান উদ্দিনকে দেখে তাকেই
মারপিট করে।
গুরুদাসপুর থানার এসআই
সুব্রত কুমার
লিখিত অভিযোগ
পাওয়ার কথা
স্বীকার করে
জানান,
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করা
হবে।

Post a Comment