Halloween Costume ideas 2015

প্রভাবশালীরা বাঁধ দেয়ায়: সিংড়ায় কৃষকেদের শত শত একর জমির ফসল বিনষ্ট


সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় প্রভাবশালীদের দেয়া বাঁধে কৃষকদের শত শত বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। কৃষি প্রধান এলাকার কৃষকরা বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছে। কৃষকরা আমন ধান লাগালেও এবার আশংকা করছে যে, তারা ফসল ঘরে তুলতে পারবেনা অভিযুক্ত মতলেব আলী স্থানীয় দড়িমহিষমারী গ্রামের ইউসূফ আলীর পুত্র।
কৃষকরা জানান , প্রতিবছর তারা ১০/১২ মন করে বিঘা প্রতি ধান পেতেন। কিন্তু বিগত ১০ বছর যাবত এলাকার প্রভাবশালী মতলেব আলী রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে জিম্মি কওে আসছে। তারা মুখ খুলতে সাহস পায়না। কথা বললেই হামলা,মামলার ভয় দেখানো হয়।
কৃষকরা আরো জানান, শত শত বিঘা জমিতে ঘের তৈরি কওে সে মাছের আবাদ কওে আসছে অথচ সেখানে তার কোন জমি নাই। জোড়জবর করে সে প্রতিবছর মাছ আবাদ করে। এতে কওে সময় মত ইরি-বোরো আবাদ করতে পারে না।
বিষয়ে ইউসুফ আলী কোন সদুত্তর দিতে পারেননি।

ব্যাপারে সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বর। তদন্ত কওে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget