প্রান্তজন রিপোর্ট: মঙ্গলবার
নাটোরে জেলা
ছাত্রলীগ জঙ্গি
বিরোধী ও
বিএনপি নেতা
রুহুল কুদ্দুস
তালুকদার দুলুকে
গ্রেফতার দাবীতে
মিছিল সমাবেশ
করে। সংগঠনের
নেতা-কর্মীরা
নাটোর এনএস
সরকারী কলেজ
চত্বর থেকে
মিছির বের
করে। মিছিলটি
শহরের প্রধান
সড়ক প্রদক্ষিন
করে নাটোর
প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে
বক্তৃতা করন
আওয়ামীলীগ নেতা সৈয়দ মোর্তুজা আলী,
দীলিপ কুমার
দাস,যুবলীগ
নেতা রুহুল
আমিন বিপ্লব,
ছাত্রলীগ সভাপতি
রাকিব হোসেন
জেমস, সাধারন
সম্পাদক রিয়জুল
ইসলাম মাসুম,
সাহাদত হোসেন
রাজিব প্রমুখ।
বক্তারা বিএনপি
নেতা রুহুল
কুদ্দুস তালুকদারকে
গ্রেফতারের দাবী জানান।

Post a Comment