Halloween Costume ideas 2015

নাটোরে জনসেবা হাসপাতালে র‌্যাবের অভিযান: ভ্রাম্যমান আদালতে মালিকের ২ লাখ টাকা জরিমানা


প্রান্তজন রিপোর্ট: সরকারী নীতিমালা ভঙ্গ করে প্রতারণা পুর্বক এবং ঝঁকিপুর্ণ পরিবেশে মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে নাটোর শহরের মাদ্রাসা মোড়  এলাকার বেসরকারী জনসেবা হাসপাতাল মালিককে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর ১টার সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান এই জরিমানা করেন। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস আহম্মেদ ্যাব- এর নাটোর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এরআগে ্যাব- এর একটি দল নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃতে ওই হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের মালিক ডাঃ আমিরুল ইসলাম সহ কর্মকর্তা কর্মচারীদের আটক করে। দন্ডপ্রাপ্ত ডাক্তার আমিরুল ইসলাম শহরের উত্তরপটুয়া পাড়ার আলহাজ্ব হাসান আলীর ছেলে
্যাব- এর নাটোর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, জনসেবা হাসপাতালের মালিক ডাঃ আমিরুল ইসলাম দীর্ঘ দিন ধরে সরকারী নীতিমালা ভঙ্গ করে মানুষকে প্রতরণা করে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
তিনি জানান, ওই হাসপাতালে ৩০ বেডের অনুমোদন থাকলেও ৬৮ বেড বসিয়েছেন, প্রতি শিফটে এবং ১০ বেডে জন ডাক্তার জন নার্স থাকার কথা থাকলেও সেখানে পুরো হাসপাতাল জুড়ে জন ডাক্তার জন নার্স রয়েছে। অপারেশন থিয়েটারে একাধিক রোগীকে একই সুঁচ-সুতা ব্যবহার, প্যাথলজিস্ট নেই, ডায়াগনোসিস রিপোর্ট সাইন করেন মাত্র ১জন ট্যাকনিশিয়ান রয়েছে। এছাড়া নানা অনিয়ম রয়েছে এই হাসপাতালে।
গোপন সংবাদের ভিত্তিতে ্যাব- এর একটি দল আজ দুপুরে ওই হাসপাতালে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। এসময় ডাঃ আমিরুল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক শুনানী শেষে প্রতিষ্ঠানের মালিককে লাখ টাকা জরিমানা করেন। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত জানানহাসপাতালা মালিককে আগামী এক মাসের মধ্যে নীতিমালা অনুযায়ী ডাক্তার, নার্স টেকনিশিয়ান নিয়োগ অতিরিক্ত বেড অপসারণ করতে বলা হয়েছে।


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget