মাঠে ফিরতে পেরেই খুশি মেসি অসাধারণ এক হ্যাটট্রিক করে পানামার বিপক্ষে দলকে বড় ব্যবধানের জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড অবশ্য পিঠের চোট কাটিয়ে মাঠে ফিরতে পেরেই বেশি খুশি। চোটের কারণে চিলির বিপক্ষে কোপা আমেরিকার শতবর্ষী আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি মেসি।শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন আর্জেন্টিনা অধিনায়ক। ফিরেই ভক্ত-সমর্থকদের মন ভরিয়ে দেন অসাধারণ এক হ্যাটট্রিক করে দলকে ৫-০ গোলের জয় এনে দিয়ে।সোলজার ফিল্ড স্টেডিয়ামে তুমল হর্ষধ্বনির মধ্য দিয়ে ৬০তম মিনিটে কোপা আমেরিকার এই আসরে প্রথমবারের মতো মাঠে নামেন মেসি।ম্যাচ শেষে মেসি বলেন, “এখানে থাকতে পারা দারুণ ছিল। বিশেষ করে (এখানকার) মানুষের জন্য। আমি খুব কৃতজ্ঞ।”মাঠে নামার অষ্টম মিনিটেই গোল পান মেসি। আর ম্যাচের ৮৭তম মিনিটে তিনি পূর্ণ করেন জাতীয় দলের হয়ে চতুর্থ হ্যাটট্রিক।“ধীরে ধীরে আমার ব্যথা চলে গেছে। এর পর আমি প্রথম গোলটি করতে পেরেছি।”দারুণ এই জয়ের কৃতিত্ব সতীর্থদের মধ্যে ভাগ করে দিয়ে মেসি বলেন, “আমরা ভালো কাজ করছি, ধীরে ধীরে উন্নতি করছি। প্রথম দুটি ম্যাচ জেতাটা খুব ভালো।” প্রান্তজন রিপোর্ট: 10:28:00 PM Share to: Twitter Facebook URL Print Email Labels: খেলাধুলা
Post a Comment