জনপ্রিয় টিভি সিরিজ 'গেইম অফ থ্রোনস'-এর প্রথম দুই সিজনে অভিনয় করা সাহারা নাইট নিজেই দাবী করলেন, বাস্তব জীবনে তার পেশা একজন ‘অভিজাত গণিকা’র।
ল্লেখ্য, নগ্নতা এবং রগরগে দৃশ্যের জন্য আলোচিত টিভি সিরিজটিতেও সাহারা নাইটের চরিত্র ছিল একজন যৌনকর্মীরই। 'গেইম অফ থ্রোনস'-এর দ্বিতীয় সিজনে একটি বিখ্যাত নারী সমকামী যৌন দৃশ্যে দেখা যায় তাকে, যেটি নিয়ে পরে সৃষ্টি হয়েছিল তুমুল বিতর্ক।বর্তমানে ব্রিটেনে বসবাসরত প্রাপ্তবয়স্ক সিনেমার নিয়মিত এই অভিনেত্রী একজন রক্ষীতার ভূমিকায় পালন করেন, জানিয়েছে ব্রিটিশ ওয়েবসাইট 'মিরর ডটকম'।
ভারতীয় বংশোদ্ভুত হলেও
নিজের বর্তমান
পরিচয় দিতেই
বেশি স্বাচ্ছন্দ্য
বোধ করেন
এই অভিনেত্রী।
একসময় সায়েদা
ভোরাজি নামে
পরিচিত হলেও
আসল নাম
বদলে রেখেছেন
সাহারা নাইট।
ষাটের দশকে
সাহারার পুরো
পরিবার ভারত
থেকে চলে
আসেন ব্রিটেনের
লন্ডনে। মুসলিম
পরিবেশে বেড়ে
উঠলেও প্রাপ্তবয়স্ক
হয়ে পারিবারিক
পরিচয় ত্যাগ
করে ফ্যাশন
জগতে প্রবেশ
করেন সাহারা।ওই সময়েই পর্নোগ্রাফিতে ক্যারিয়ার গড়েন সাহারা। নিজের ওয়েবসাইটে পরিচয় হিসেবে লিখেছেন, "কেন্ট এবং লন্ডনে বসবাসরত একজন স্বাধীন ভারতীয় রক্ষিতা এবং অভিজাত গণিকা।"

Post a Comment