প্রান্তজন রিপোর্ট: নাটোরের
লালপুরে ট্রাকের
চাপায় নিরব চাকী
(১৪) ও
আকাশ সরকার
(৯) নামে সাইকেল
আরোহী দুই
স্কুল ছাত্র
নিহত হয়েছে।
আজ (শনিবার)
বিকেলে লালপুর-বাঘা সড়কের
চিনির বটতলা
এলাকায় এই
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী
জানায়, লালপুর
উপজেলার জোতদৈবকী
গ্রামের হারাধান
চাকীর ছেলে
ও লালপুর
শ্রীসুন্দরী হাই স্কুলের ৮ম শ্রেণীর
ছাত্র নিরব
চাকী ও
তার খালাতো
ভাই ৪র্থ
শ্রেণীর ছাত্র
আকাশ একই
বাইসাইকেলে করে বন্ধুর বাড়িতে যাচ্ছিল।
পথে রামকৃষ্ণপুর
চিনির বটতলা
এলাকায় একটি
ট্রাক পিছন
থেকে তাদের
সাইকেলকে চাপা
দিয়ে যায়।
এতে নিরব
ঘটনাস্থলেই এবং আকাশকে রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে
নেওয়ার পথে
মারা যায়।
নিহত আকাশ
পাবনার চাটমোহর
উপজেলার চাটমোহর
নতুন বাজার
এলাকার বিপ্লব
সরকারের ছেলে।
সে শনিবার
সকালে লালপুরে
খালার বাসায়
বেড়াতে আসে।
লালপুর থানার ওসি
আব্দুল হাই
তালুকদার দু’জনের মৃত্যুর
সংবাদ নিশ্চিত
করেন।

Post a Comment