প্রান্তজন রিপোর্ট: এক
গৃহবধুকে উত্যক্ত
করার অভিযোগে
রোববার নাটোরের
নলডাঙ্গা পৌরসভার
তথ্য সেবা
কেন্দ্রের উদ্যোক্তা সেলিম রেজা(২২)কে ৬ মাসের কারাদ-
দিয়েছে ভ্রাম্যমান
আদালত। দ-প্রাপ্ত সেলিম
রেজা উপজেলার
মাধবপুর নওদাপাড়া
এলাকার জাহের
আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) তদন্ত ওয়াজেদ আলী
খান জানান,
সেলিম রেজা
নলডাঙ্গা পৌরসভার
তথ্য সেবা
কেন্দ্রের একজন উদ্যোক্তা। সে
প্রতিবেশী হোটেল শ্রমিক শরীফের স্ত্রীকে
প্রায়ই উত্যক্ত
করতো। শরীফ
রোববার থানায়
অভিযোগ করলে
পুলিশ সেলিম
রেজাকে আটক
করে। পরে
দুপুরে ভ্রাম্যমান
আদালতে সোর্পদ
করা হলে
বিচারক নলডাঙ্গা
উপজেলা নির্বাহী
অফিসার শারমিন
আক্তার জাহান
এই রায়
দেন।
Post a Comment