প্রান্তজন রিপোর্ট:
দেশব্যাপী গুপ্ত হত্যা, বিএনপি জামায়াতের সরকার বিরোধী চক্রান্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে নাটোরসদর, লালপুর, বাড়াইগ্রাম, বাগাতিপাড়া ও সিংড়ায় মানববন্ধন করেছে ১৪ দল রোববার বিকেল তিনটা থেকে ৪টা পর্যন্ত ঘন্টাব্যাপী নাটোর সদরে মানববন্ধন চলাকালে নাটোর প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন জেলাআওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এমপি, পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, জেলাজাসদের সভাপতি আব্দুল মুঈত, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জজ কোর্টের পিপিসিরাজুল ইসলাম প্রমুখ।
লালপুর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রবিবার বিকালে নাটোরের লালপুর উপজেলার লালপুর গোল চত্বরে মানব বন্ধনকরেছে লালপুর উপজেলা ১৪ দলীয় জোট। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাবহেসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সাংগাঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, শফিকুল ইসলাম স্বপন, নাটোর জেলাআওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ফিরোজ আল হক ভুইয়া, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণসম্পাদক গোলাম কাউসার, জাসদের সভাপতি ডা.সামসুজ্জোহা, সাম্যবাদীদলের কেন্দ্রীয় নেতা কমরেড বিরেন সাহাসহ গোপালপুর পৌর ওলালপুর উপজেলা ১৪ দলের নেতাকর্মী, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ।
বাগাতিপাড়া প্রতিনিধি জানান, বাগাতিপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে ১৪ দলের মানব বন্ধন মালঞ্চি বাজারে অনুষ্ঠিতহয়েছে। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন,সাধারন সম্পাদক সেকেন্দাররহমান, সহ- সভাপতি আব্দুল হামিদ মিয়া, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জি, জাসদ নেতা শ্রী শ্যামল কুমার রায়,ওয়ারর্কাস পার্টির নেতা মশিউররহমান মানিক, উপজেলা কৃষক লীগের সভাপতি মেহেদী হাসান দোলন, শ্রমিকলীগের সভাপতি আলাউদ্দিন,মহীলা আওয়ামীলীগের সভাপতিফরিদা পারভিন প্রমূক। এছাড়াও ১৪দলের সকল স্তরের নেতৃবৃন্দ মানব বন্ধনে উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রীষ্টান ব্যবসায়ী সুনীল গমেজ হত্যাসহ সারা দেশে গুম, খুন ওগুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে নাটোর-পাবনা-কুষ্টিয়া মহাসড়কের উপজেলা ১৪ দলীয় জোটের ব্যানারে বনপাড়া বাজারে মানববন্ধনকালে জেলাআওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবুলকালাম আযাদ, জয় বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক,জাসদ নেতা আব্দুল করিম, ন্যাপ (মোজাফ্ফর) নেতা আব্দুর রহিম খাঁ ও আব্দুল জলিল প্রামাণিক, উপজেলা তৃণমুল আওয়ামীলীগের সভাপতিডা. ফেরদৌস আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সুনীল গমেজ হত্যায় আইএসের জড়িত থাকার বিষয়টি কাল্পনিক। স্থানীয় মাদকসেবী একটি প্রভাবশালী মহল এ ঘটনারসাথে জড়িত থাকতে পারে। প্রশাসন ঢিলে তালে চলায় এ হত্যার রহস্য উদঘাটন হচ্ছে না। তারা অবিলম্বে সুনীল গমেজের খুনীদের গ্রেপ্তার ওসারা দেশে গুপ্তহত্যার বন্ধে প্রশাসনের কার্য্যকর উদ্যোগ নেয়ার দাবী জানান। একই সাথে বনপাড়া গত দুই বছরে সংঘটিত প্রায় ১০টিহত্যাকা-ের রহস্য উদঘাটনের জোর দাবী জানান তারা।
এছাড়া সিংড়া প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্দোগে সারাদেশ ব্যাপী গুম, হত্যা, খুনের বিরুদ্ধেপ্রতিরোধ গড়ে তোলার লক্ষে রবিবার বিকেলে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ অদুদ দুদুর সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা অধ্যাপক মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আব্দল বারী,মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়।

Post a Comment