Halloween Costume ideas 2015

কবি তালিম হোসেন পদক পেলেন নাটোরের কবি কামাল খাঁ


মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: দেশের অন্যতম কবি নওগাঁর কৃতী সন্তান কবি তালিম হোসেন-এর নামে পদক প্রদান শুরু করেছে বরেন্দ্র সাহিত্য পরিষদ। প্রথমবার এ পদক পেলেন নাটোরের বিশিষ্ট কবি ও ছড়াকার কামাল খাঁ।  কবিতা ও ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য কামাল খাঁ কে বরেন্দ্র সাহিত্য পরিষদ প্রদত্ত কবি তালিম হোসেন পদক প্রদান করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে আনুষ্ঠানিক ভাবে এ পদক প্রদান করা হয়। বরেন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু। বিশেষ অতিথি ছিলেন নওগাঁর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুহঃ ওয়ালিউল ইসলাম ও কবি ইসমাইল মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি সামিউন নবি শামিম, ওবায়দুলৃ হক বাচ্চু, নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন এর সম্পাদক মোঃ সাজেদুর রহমান সেলিম, নাটোরের কবি মোস্তফা মাহমুদ, কথাসাহিত্যিক শিব শঙ্কর পাল, নওগাঁ থেকে প্রকাশিত প্রথম সংবাদের সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সাংবাদিক লিয়াকত আলী প্রমুখ।  বরেন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক ও নাট্যকার আজাদুল ইসলাম আজাদ বলেন, নওগাঁর বদলগাছী উপজেলায় জন্ম নেয়া কবি, অনুবাদক ও সাহিত্য সম্পাদক তালিম হোসেনকে শ্রদ্ধা জানানোর জন্য এ পদক প্রবর্তন করা হয়েছে। প্রতি বছরই একজন কবিকে এ পদক প্রদান করা হবে। পরে স্থনীয় কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।

Post a Comment

বরেন্দ্র সাহিত্য পরিষদ কারা পরিচালনা করেন?

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget