স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার
নাটোরের লালপুর
উপজেলায় জাটকা
ইলিশ বিক্রির
দায়ে রুমেল
(২৭) নামের
এক মাছ
বিক্রেতাকে ১ বছরের সশ্রম কারাদ-াদেশ প্রদান
করেছেন লালপুর
উপজেলা নির্বাহী
অফিসার ও
নির্বাহী মেজিস্ট্রেট
নজরুল ইসলামের
ভ্রাম্যমান আদালত। সে উপজেলার তিলোকপুর
গ্রামের আব্দুর
রশিদের পুত্র।
এ সময়
তার কাছ
থেকে ১৫
কেজি জাটকা
ইলিশ জব্দ
করা হয়
এবং জব্দকৃত
ইলিশ এতিম
খানায় দান
করা হয়।
জানা যায়,
রুমেল লালপুরের
পদ্মা নদী
থেকে ধরা
জাটকা ইলিশ
নিয়ে উপজেলা
পরিষদ এলাকায়
বিক্রি করার
সময় এসআই
সুকমোলের নেতৃত্বে
পুলিশের একটি
দল তাকে
আটক করে
ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত
তাকে ১
বছরের সশ্রম
কারাদ-াদেশ
প্রদান করেন।

Post a Comment