প্রান্তজন রিপোর্ট: নাটোরের
নলডাঙ্গা উপজেলার
মাধনগর গ্রামে
একটি তুচ্ছ
ঘটনার জেরে
প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫
জন আহত
হয়েছে। শুক্রবার
সকাল ১০টার
সময় এই
হামলার ঘটনাটি
ঘটে। আহতদের
নাটোর সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা
হলেন, উপজেলার
মাধনগর গ্রামের
আব্বাস আলীর
স্ত্রী হাসিনা
বেগম(৪৫),
মৃত জবান
জোয়ার্দ্দারের ছেলে আবেদ আলী (৫৫),
রন্টু (৩৫),
আবেদ আলীর
স্ত্রী তারা
বেগম(৪৬)
ও নিকটাত্মীয়
হরিদা খলসী
গ্রামের নাজমুল
ইসলামের স্ত্রী
গোলাপী বেগম(৩০)।
পুলিশ ও এলাকাবাসী
জানায়,পারিবারিক
এক তুচ্ছ
ঘটনা নিয়ে
মাধনগর গ্রামের
শামিম, সায়েদ
ও শাহিন
গংদের সাথে
একই গ্রামের
আব্বাস আলীর
পরিবারের বিরোধ
ছিল। শুক্রবার
সকাল ১০টার
দিকে আব্বাস
আলীর মেয়ে
জামাই রন্টু
মাধনগর বাজার
থেকে মাছ
কিনে বাড়ি
ফিরছিল। এসময়
ওই গ্রামের
কেন্দ্রীয় গোরস্থানের কাছে পৌছলে প্রতিপক্ষরা
তার পথ
রোধ করে
লাঠি ও
হাতুরি দিয়ে
পেটাতে থাকে।
এসময় তার
স্বজনরা এগিয়ে
এলে তাদেরর
বেদম মারপিট
করে জখম
করেন তারা।
এনিয়ে উভয়
পক্ষের মধ্যে
উত্তেজনা বিরাজ
করতে দেখে
স্থানীয় লোকজন
পুলিশে খবর
দেন। খবর
পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
আহতদের নাটোর
সদর হাসপাতালে
ভর্তি করা
হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান,
এই ঘটনায়
এখনও কেউ
কোন অভিযোগ
করেননি। অভিযোগ
পেলেই আইনগত
ব্যবস্থা নেবেন।

Post a Comment