স্টাফ রিপোর্টার: নাটোরের
লালপুর উপজেলা শ্রমিক
লীগের সাধারণ
সম্পাদক স্বপন
কুমার পালের
চিকিৎসার জন্য
৩৭ হাজার
টাকা আর্থিক
অনুদান প্রদান
করেছেন উপজেলার
৩৭ টি
পূজা মন্ডপের
প্রতিনিধিরা। শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে
জিআর প্রকল্প
থেকে পুজা
মন্ডপ গুলির
প্রাপ্ত অনুদান
থেকে
এ অর্থ
প্রদান করা
হয়। এসময়
উপস্থিত ছিলেন
লালপুর উপজেলা
নির্বাহী কর্মকর্তা
( ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার
( ভ’মি)
শফিকুর আলম,
উপজেলা আওয়ামীলেগর
সভাপতি আফতাব
হোসেন ঝুলফু,সাধারণ সম্পাদক
ইসহাক আলী
, লালপুর থানার
অফিসার ইনচার্জ
(ওসি) আবু
ওবায়েদ, উপজেলা
মহিলা লীগের
সম্পাদিকা আসিয়া জয়নুল বেনু প্রমুখ
।
অনুষ্ঠানে উপজেলা
শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন
কুমার পালের
পক্ষে উপজেলা
পূজা উদযাপন
পরিষদের সভাপতি
স্বপন কুমার
ভদ্র
এই আর্থিক অনুদান গ্রহণ করেন
। উল্লেখ্য
গত কয়েকমাস
আগে তিনি
এক সড়ক
দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
এ সময়
তার রোগ
মুক্তি কামনা
করা হয়।

Post a Comment